Purchase!

বিস্মৃতের জার্নাল

গল্প, কবিতা, দিনলিপি, প্ৰেমপত্ৰ, গান যাই লিখি আমা, শেষ পৰ্যন্ত সবই হয়ে যায় আত্মজীবনীর অংশ ৷ সবাই তো লেখে, বাজারের ফৰ্দ, ফেইসবুকের স্ট্যাটাস, দিনের কাৰ্যতালিকা বাৎসরিক পরিকল্পনা কতো কিছুই না জীবনভর লিখে যায় মানুষ ৷ তবু সব লেখার কি সেই ধার বা ভার থাকে? -থাকে না।
কিন্তু আল্লাদিত্তা আলাউদ্দিন যাই লেখেন তা ভাৱেও কাটে, ধারেও কাটে ৷ সবিনয়ে ‘বলতে চাই আমার পঠন-পাঠনের সিলেবাসে তার ‘বি্মৃতের জানল’ এর মতো বই আর নেই ৷ সাহিত্যের কৰ্ম আর শ্ৰেণিকরণ ভেঙে ফেলেন তিনি ৷ আব্বাস কিয়ারোস্তামি যেমন ‘ক্লোজআপ’ সিনেমা দিয়ে চলচ্চিত্ৰের চেনা দেয়ালগুলো ভেঙে ফেলেন তেমনি আল্লাদিত্তা আলাউদ্দিন এই একটি বই দিয়ে সাহিত্যের চেনা দেয়ালগুলো ভেঙে ফেলেন মসৃণ দক্ষতায় ৷
এই বইয়ের কোথাও তিনি ভীষণ ব্যক্তিগত, সরাসরি দিনলিপি ঠেসে দিয়েছেন কাগজের বুকে ৷ আবার কোথাও শ্ৰীৱামকৃষ্ণ পরম হংসদেবের মতো পরমামৃত ‘বচন গেথে দেন অবলীলায় ।
By আল্লাদিত্তা মোহাম্মদ আলাউদ্দিন
Category: গদ্য পদ্য
Paperback
Ebook
Buy from other retailers
About বিস্মৃতের জার্নাল
গল্প, কবিতা, দিনলিপি, প্ৰেমপত্ৰ, গান যাই লিখি আমা, শেষ পৰ্যন্ত সবই হয়ে যায় আত্মজীবনীর অংশ ৷ সবাই তো লেখে, বাজারের ফৰ্দ, ফেইসবুকের স্ট্যাটাস, দিনের কাৰ্যতালিকা বাৎসরিক পরিকল্পনা কতো কিছুই না জীবনভর লিখে যায় মানুষ ৷ তবু সব লেখার কি সেই ধার বা ভার থাকে? -থাকে না।

কিন্তু আল্লাদিত্তা আলাউদ্দিন যাই লেখেন তা ভাৱেও কাটে, ধারেও কাটে ৷ সবিনয়ে ‘বলতে চাই আমার পঠন-পাঠনের সিলেবাসে তার ‘বি্মৃতের জানল’ এর মতো বই আর নেই ৷ সাহিত্যের কৰ্ম আর শ্ৰেণিকরণ ভেঙে ফেলেন তিনি ৷ আব্বাস কিয়ারোস্তামি যেমন ‘ক্লোজআপ’ সিনেমা দিয়ে চলচ্চিত্ৰের চেনা দেয়ালগুলো ভেঙে ফেলেন তেমনি আল্লাদিত্তা আলাউদ্দিন এই একটি বই দিয়ে সাহিত্যের চেনা দেয়ালগুলো ভেঙে ফেলেন মসৃণ দক্ষতায় ৷

এই বইয়ের কোথাও তিনি ভীষণ ব্যক্তিগত, সরাসরি দিনলিপি ঠেসে দিয়েছেন কাগজের বুকে ৷ আবার কোথাও শ্ৰীৱামকৃষ্ণ পরম হংসদেবের মতো পরমামৃত ‘বচন গেথে দেন অবলীলায় ।

কবিতা পদবাচ্যে কোথাও তিনি ‘একটি তিলের কাছে বারংবার নতজানু হন ৷” "আবার বেদনায় জারিত হন এই ভেবে ‘আমরা থাকবো বা থাকবো না নিহারিকাপুঞ্জে ৷’ কিন্তু শেষ পৰ্যন্ত হতাশা বিপদ তাকে থ্রাস করে না ৷ বরং পরমের দিকে এগোন তিনি ৷ পরমের সাথে তার সম্পৰ্কটি বড় একান্ত । নিজের মতো করেই খৌজেন পরম আৱ সত্তাকে ৷

ক্ষেত্ৰবিশেষে তাই আল্লাদিত্তা ভীষণ দাৰ্শনিক ৷ এক বালকে বলে যান অনেক কথা৷কথা শেষ হয়ে যাওয়ার পরও কথা রয়ে যায়৷ প্ৰেম-পূজা-প্ৰকৃতি এই সবই উঠে
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use